অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

আগামী এক মাসের জন্যে অনুমোদন কাগজ ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। তবে পবিত্র নগরী মক্কার বাসিন্দা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রবেশ করতে কোনো বাধা নেই।

পবিত্র মক্কায় বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ভিড় কমাতেই সর্বসাধারণের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেদ্দা, মক্কা, তায়েফ ও মদিনাসহ বিভিন্ন চেক পয়েন্টে যানবাহনে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা কর্মীরা।
Read Our More News
যাদের পবিত্র মক্কার আকামা আছে ও যারা সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করছে এবং খাদ্য প্রদান করে তারা মক্কায় প্রবেশ করতে পারবেন। যারা তায়েফ বা রিয়াদে যেতে চায় তাদের জেদ্দা-তায়েফের মহাসড়ক ব্যবহার করতে হবে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন আহমেদ মোহাম্মদ আল শমরনী বলেন, জেদ্দা থেকে অনেক গাড়ি চালকসহ গাড়িভর্তি যাত্রীদের ইকামা চেক করে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইকামা ও মক্কা প্রবেশের অনুমোদন কাগজ পেয়েছে এমন ব্যক্তিই মক্কায় প্রবেশ করতে পারবে।

আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *