অলিম্পিকে হতাশ করলেন শ্যুটার বাকি

শ্যুটার আবদুল্লাহেল বাকি শুরুর দিকে একপর্যায়ে চতুর্থ স্থান পর্যন্তও উঠেছিলেন। মনে হয়েছিল রিও অলিম্পিকের ফাইনাল রাউন্ডেও উঠতে পারেন । কিন্তু শেষ পর্যন্ত হতাশই করলেন তিনি।

শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার। বাছাই থেকে সেরা আটজন ফাইনালে উঠেছেন।
Read More News

বাকির ক্যারিয়ারের সবচেয়ে সেরা সাফল্য ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে। ভারতের অভিনব বিন্দ্রার কাছে হেরে রুপা জেতেন তিনি। অবশ্য এই বিন্দ্রাকে হারিয়েই কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন আসিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *