অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারী আইএস জঙ্গি নয়

জার্মানের মিউনিখ শহরের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলাকারী ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক। ১৮ বছর বয়সী ওই তরুণ গত কয়েকবছর ধরে শহরটিতে বসবাস করে আসছিল।
Read More News

হামলাকারী তরুণ জনতার ওপর গোলাগুলির ব্যাপারে আচ্ছন্ন ছিল এবং তার সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কোনো সংশ্লিষ্টতা নেই। গতকাল শনিবার জার্মানির পুলিশ এ তথ্য জানিয়েছে।

হামলাকারী ওই তরুণের নাম ডেভিড আলি সানবলি। জার্মানি ও ইরানের দৈত্ব নাগরিকত্ব রয়েছে তার। হামলার সময় সে আত্মহত্যা করেছে।

হামলাকারীর কাছে থাকা নাইন এমএম গ্লক পিস্তল ও ৯০০টি বুলেট বিষয়ে তদন্ত করছে জার্মানির পুলিশ। পুলিশ এখনো জানে না, এ অস্ত্র কোথায় পেয়েছে ওই তরুণ। আগ্নেয়াস্ত্র রাখার কোনো অনুমতি ছিল না তার।

শুক্রবারের হামলায় ১০ জন নিহত হন। তাঁদের মধ্যে সাতজন কিশোর-কিশোরী। কসোভোর তিনজন, তুরস্কের তিনজন ও একজন গ্রিসের।

পুলিশ জানিয়েছে, মিউনিখে জন্ম নেওয়া বন্দুকধারীর মানসিক সমস্যা ছিল। এ জন্য চিকিৎসা চলছিল তার।

জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, আমরা গভীর শোকগ্রস্ত। আমরা আপনাদের মতোই বেদনাহত। দেশটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *