আকিলের প্রথমের দিনে সুসংবাদ পেয়েছেন মেহেদী-হাসানও

দীর্ঘ ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশকে সিরিজ জয়ের গোড়াপত্তন এনে দিয়েছেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে সিরিজে এগিয়ে দেন তিনি।

আজ সিরিজ জয়ের ম্যাচেও ২০ রানে ২ উইকেট নিয়ে অবদান রেখেছেন মেহেদী।
Read More News

তবে প্রথম ম্যাচের ক্যারিয়ারসেরা বোলিংয়ের জন্য আজ আইসিসির কাছ থেকে সুসংবাদ পেয়েছেন অফস্পিনার। ১৩ রানে ৪ উইকেট নেওয়ায় বোলারদের র‌্যাংকিংয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে তাঁর। ৫৯০ রেটিং পয়েন্টে ২৩ নম্বরে আছেন তিনি। দুর্দান্ত বোলিংয়ের জন্য প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মেহেদী।
মেহেদীর সঙ্গে উন্নতি হয়েছে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের। ১৮ রানে ২ উইকেট নিয়ে ৩৮ ধাপ এগিয়েছেন হাসান। এক ধাপ অবনতি হওয়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার সঙ্গে ৪৭ নম্বরে আছেন বাংলাদেশি পেসার। অন্যদিকে হাসানের মতোই ২ উইকেট নেওয়া তাসকিনের উন্নতি হয়েছে ৩ ধাপ।

বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে থাকা পেসার বর্তমানে ১৮ নম্বরে আছেন। তবে ২ ধাপ অবনতি হয়েছে এই সিরিজে না খেলা মুস্তাফিজুর রহমানের (১৯ নম্বর)। পাঁচ ধাপ পিছিয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামও (৭৫)।
মেহেদী-হাসানদের উন্নতির দিনে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে প্রথমবার শীর্ষে উঠেছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নিয়ে চূড়ায় এখন বাঁহাতি স্পিনার।

তিন ধাপ উন্নতি করে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদকে। আদিলের পরেই আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩ নম্বর) ও অ্যাডাম জাম্পা ( ৪ নম্বর)।
অন্যদিকে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ফিরে পেয়েছেন জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসে ৩২ ও ৫৪ রানের ইনিংস খেলে সতীর্থ হ্যারি ব্রুককে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের ব্যাটার। ৮৯৫ রেটিং নিয়ে শীর্ষে থাকা রুটের বিপরীতে ৮৭৬ রেটিং নিয়ে দুইয়ে আছেন হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসে ০ ও ১ রান করা ব্রুক। টেস্ট বোলারদের শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন নেই। ৮৯০ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *