আমরা চাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন

যোগ্যতা থাকলে যে কোনো দলেরই আগামী নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না- এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা সৃষ্টি করা হয়েছে বলে আমি দেখছি না। আমরা চাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। যাদের নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রয়েছে তাদের কোনো ধরনের বাধা বিপত্তি নেই। আমরা সুপারিশ দেব যাতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়। গতকাল রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
Read More News

মতবিনিময় সভায় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *