ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশন বেসরকারি ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা করেছে।

সাবেক ঢাকা সিটি করপোরেশনের ২১ কোটি টাকা কর না দেওয়ায় দুদকের উপপরিচালক মো. মাহবুবুল আলম হাসপাতালটির বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার প্রাথমিক তথ্যের বিবরণের (এফআইআর) বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দুদক গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটির অনুসন্ধানে জানা যায়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউনাইটেড হাসপাতাল ঢাকা সিটি করপোরেশনের ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা কর পরিশোধ করেনি।
Read More News
এই অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানের বিরুদ্ধে অভিযোগ এনেছে দুদক। সেই সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ও অ্যাসেসমেন্ট রিনিউ বোর্ডের (এআরবি) সদস্য রহিমা বেগমের বিরুদ্ধে হাসপাতালটিকে অবৈধ কর সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ উঠেছে, বোর্ডের অন্য দুই সদস্যের অনুপস্থিতিতে রহিমা বেগম ইউনাইটেড হাসপাতালকে অবৈধ সুবিধা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *