২ মাস হয়ে গেল বলিউডের সেই চকোলেট হিরো আর নেই। জীবনের ৪০টা বসন্ত যাঁর সঙ্গে কাটিয়েছেন, সেই বরাবরের জীবনসঙ্গী আজ বড়োই একা। ঋষি কাপুরের মৃত্যুর দু’মাস পূর্তির ঠিক আগে তাঁকে ঘিরেই স্মৃতি রোমন্থন করলেন নিতু কাপুর। মানুষ চলে গেলও থেকে যায় তাঁর কথা, তাঁর ছবি, তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত আর গোটা জীবনের স্মৃতিরা। হাতড়ে হাতড়েও শেষ হয় না খুঁজে বেরানো।
স্মৃতির পাতা থেকে উঠে এল ঋষি-নিতুর এমনই সোনালি দিনের একটা ছবি। সদা হাস্যমুখে ঋষি আর পাশেই বসে নিতু।
Read More News
এই ছবিটি পোস্ট করে নিতু লেখেন, ‘‘বড় হোক বা ছোট, সকলের জীবনের নিজস্ব যুদ্ধ থাকে। তোমার একটা বড় বাড়ি থাকতে পারে, তাতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকতে পারে…তবুও তুমি অসুখী হতে পারো। আবার কিচ্ছু না থেকেও সুখী হওয়া যায়। এটা পুরোটাই মানসিক অবস্থার উপর নির্ভর করে। সবার একটা শক্ত মন আর আশার প্রয়োজন হয় একটা সুন্দর ভবিষ্যৎ পাওয়ার জন্য। তাই আশা, স্বপ্ন, আর কঠিন পরিশ্রমই হোক জীবনের মূল মন্ত্র । ভালবাসার মানুষের মূল্য দেওয়াই হল আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন ।’’
https://www.instagram.com/p/CB9mEOQgT0F/?utm_source=ig_embed