একনজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনলাইনে ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। রদ্রিকে পেছনে ফেলে এবার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন ভিনিনিয়ুস জুনিয়র। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্তিনেস।
Read More News

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়:

ভিনিসিয়ুস জুনিয়র | রিয়াল মাদ্রিদ, ব্রাজিল

বর্ষসেরা নারী খেলোয়াড়:

আইতানা বোনমাতি | বার্সেলোনা, স্পেন

বর্ষসেরা পুরুষ গোলকিপার:

এমিলিয়ানো মার্টিনেজ | অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা

বর্ষসেরা নারী গোলকিপার:

আলিসা নেহের | শিকাগো রেড স্টারস, যুক্তরাষ্ট্র

বর্ষসেরা নারী কোচ:

এমা হেইস | চেলসি ও যুক্তরাষ্ট্র

বর্ষসেরা পুরুষ কোচ:

কার্লো আনচেলত্তি | রিয়াল মাদ্রিদ

ফিফা মার্তা পুরস্কার (মহিলা ফুটবলে সেরা গোল):

মার্তা | ব্রাজিল বনাম জামাইকা

সেরা পুরুষ গোল (পুসকাস পুরস্কার):

আলেহান্দ্রো গারনাচো | এভারটন বনাম ম্যান ইউ

পুরুষ একাদশ:

গোলকিপার: দিবু মার্তিনেস

ডিফেন্ডার: দানি কারভাহাল – আন্তোনিও রুডিগার – রুবেন দিয়াস – উইলিয়াম সালিবা

মিডফিল্ডার: জুড বেলিংহাম – টনি ক্রুস – রদ্রি

আক্রমণাত্মক: লামিনে ইয়ামাল – আর্লিং হালান্ড – ভিনি জুনিয়র

নারী একাদশ:

গোলকিপার: নেহের

ডিফেন্ডার: ব্যাটল – পারেদেস – গিরমা – ব্রনজ

মিডফিল্ডার: আইতানা – হোরান – গুজিয়ারো – পোরটিলহো

আক্রমণাত্মক: পারাল্লুয়েলো – হানসেন

ফিফা ফেয়ার প্লে পুরস্কার:

থিয়াগো মাইয়া | ইন্টারন্যাসিওনাল

ফিফা ফ্যান পুরস্কার:

গুইলহেরমে গন্দ্রা মৌরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *