এমপির নির্দেশে ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুর

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলের জন্য তৈরী মঞ্চ এমপির নির্দেশে ভেঙ্গে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। ঘটনার পর থেকে মুখোমুখী অবস্থানে রয়েছে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার রাতে তাড়াশ সরকারী কলেজ মাঠে তৈরী এ মঞ্চটি ভেঙ্গে ফেলার ঘটনা ঘটে।
Read More News

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার সরকার জানান, তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে আওয়ামী লীগের উদ্যোগে শনিবার ইফতার মাহফিলের দিন ধার্য্য করা হয়। এ জন্য শুক্রবার বিকেলে মঞ্চ প্রস্তুত করা হয়। কিন্তু শুক্রবার রাতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা মঞ্চটি ভেঙ্গে ফেলেছে। পরে ওই স্থানে ইফতার মাহফিল বাতিল করে দলীয় কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি আরও জানান, ইফতার মাহফিলের দাওয়াত কার্ডে কোন অতিথির নাম দেয়া হয়নি। তারপরও এমপির নাম না দেয়ার অজুহাতে এ মঞ্চ ভেঙ্গে দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে এসব কথা অস্বীকার করেন সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *