কল্যাণপুরে নিহত তিন জঙ্গির পরিচয় পাওয়া গিয়েছে

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানায়, তিন ‘জঙ্গির’ একজনের নাম সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের বন্ধু ছিলেন অর্ক। তাঁর বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে ৩০৪ নম্বর বাড়িতে তাঁর পরিবারের বাস।
Read More News

আরেকজন  নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাম জুবায়ের হাসান (২০)। তাঁর বাবা আব্দুল কাইয়ুম তিনি নোয়াখালীতে আল-আমিন বিস্কুট কারখানার ভ্যানচালক। ছয় মাস আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে নোয়াখালীর সুধারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহত তৃতীয় জঙ্গি আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বির হক কনিকের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। নিহত তৃতীয় জঙ্গি আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র র বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তার বাবা আজিজুল হক আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাব্বিরও ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তবে এ ব্যাপারে তাঁর পরিবার থানায় কোনো জিডি করেনি।

জোবায়েরসাব্বির হক কনিকে

জুবায়ের হাসান                                                 সাব্বির হক কনিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *