জলকেলিতে ব্যস্ত সদ্যপ্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হালকা নয়, একেবারে ডেঞ্জারাস, অ্যাডভেঞ্চারাস ওয়াটার স্পোর্টস। ব্রিটিশ বিলিয়নেয়ার তথা অ্যাডভেঞ্চারার স্যার রিচার্ড ব্র্যানসনের প্রাইভেট দ্বীপে, চলল এমন মজা-মস্তি।
Read More News
প্রেসিডেন্ট থাকাকালীন ছিল অজস্র নিয়ম নীতি, বিধিনিষেধের বাধা। তবে এখন আর সেসব নেই। তাই যেন আরও প্রাণখোলা বারাক হুসেইন ওবামা। তড়িঘড়ি কাইটবোর্ডিং শিখেই, নেমে পড়লেন তা হাতে কলমে উপভোগ করতে। একেবারে রিল্যাক্সড মুডে। খোশমেজাজে শুধু খেললেনই না, হোস্ট ব্র্যানসনকে হারিয়ে তাতে জিতলেনও ওবামা।