মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী, মেয়ে, ছেলে ও পুত্রবধূ। আজ শনিবার তারা দেখা করেন। এটি তাদের নিয়মিত সাক্ষাৎ বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
Read More News
মীর কাশেম আলীর আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, গত ৮ মার্চ আদালত মীর কাশেম আলীর ফাঁসির রায় বহালের আদেশ দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজার রায় বহাল রেখে ওই রায় ঘোষণা করেন। এখন পর্যন্ত ওই রায়ের কোনো প্রিন্টেড কপি আমরা হাতে পাইনি।