জম্মু-কাশ্মীরের প্রথম মুসলিম নারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। সোমবার রাজভবনে সকাল এগারোটা নাগাদ তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল এন.এন.ভোরা।
রাজ্যটির ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেহবুবা (৫৬)। মুখ্যমন্ত্রীর সাথেই শপথ নেন আরও ২২ জন মন্ত্রী। এর মধ্যে বিজেপি’র কয়েকজন এমএলএ আছেন। রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির নির্মল সিং। তবে সরকার গঠনের শুরুতেই বিপত্তি মেহবুবার সরকারে। নতুন মন্ত্রিসভায় পক্ষপাতিত্বের অভিযোগ এনে পিডিপি’র সিনিয়র নেতা ও বিধায়ক তারিক কারা এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন।
Read More News
গত ২২ মার্চ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মেহবুবা মুফতির জরুরী বৈঠকের পরই জোট সরকার গঠনের ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় পিডিপি শিবির। এরপর গত ২৪ মার্চ পিডিপি পরিষদীয় দলের নেত্রী নির্বাচত হন মেহবুবা। ২৬ মার্চ রাজ্যপালের সাথে দেখা করে পিডিপি-বিজেপি জোট সরকারের দাবি জানান মেহবুবা এবং রাজ্যপালও পিডিপি সভাপতিকে জোট সরকারের আমন্ত্রণ জানান। ৮৭ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীরে পিডিপি’র ২৭ জন বিধায়ক এবং বিজেপি’র বিধায়ক রয়েছেন ২৫ জন।