আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কলকাতার চলচ্চিত্র ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে প্রদর্শনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে সিনেমাটি প্রদর্শনে আর বাধা থাকল না।
এর আগে গত ২০ জুলাই চলচ্চিত্রটি প্রদর্শনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এই ছবির প্রদর্শন করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের জন্য রুল জারি করা হয়।
Read More News
গত ২২ জুলাই বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘কেলোর কীর্তি’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের।