কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালো আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
নির্ধারিত সময়ে কলম্বিয়া আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে। ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে লওতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন।
ম্যাচের নির্ধারিত সময়ে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাওতারো মার্তিনেজ। পরে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানেও নয়ক আরেক ‘মার্তিনেজ’। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তিনটি পেনাল্টি ঠেকিয়ে হয়ে গেলেন দলের জয়ে বড় নায়ক। তিনটি অসাধারণ সেভ করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। সানচেজ, মিনা ও কারদোনার শট রুখে দেন তিনি।
ম্যাচ শেষে লিওনেল মেসি সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘আমাদের একজন এমি আছেন (এমিলিয়ানো মার্তিনেজ)। সে সত্যিকার অর্থেই একজন ফেনোমেনোন। আমরা ওর ওপর আস্থা রেখেছি।’
Read More News
দলকে ফাইনালে নেওয়া আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ বলেন, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। ওরা দারুণ খেলে টাইব্রেকারে নিয়ে গেছে। ভাগ্যের প্রশ্নটা আসে এখানেই। আজ আমাদের ভাগ্য ভালো ছিল।’
আর্জেন্টিনার গোলরক্ষক আরও বলেন, ‘আমাদের দলটা অসাধারণ। দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই আমরা ফাইনাল জেতার চেষ্টা করব।’ আগামী রোববার ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি