ভালোবাসা দিবস উপলক্ষ্যে ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে অ্যানিমেশন ব্যবহার করে বিশেষ ডুডল তৈরি করা হয়েছে। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা এটি দেখতে পাচ্ছেন।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে এই সার্চ জায়ান্ট। ভালোবাসা দিবসকে তুলে ধরতে পুরোনো ধারণার ডুডল তৈরি করেছে গুগল।
Read More News
ডুডলে দেখা যাচ্ছে, চায়ের কাপের সঙ্গে কফির পাত্রের প্রেম নিবেদনের বিশেষ অ্যানিমেশন। এ ছাড়া বাংলাদেশের ব্যবহারকারীরা আরও দুটি বিশেষ ডুডল দেখতে পাচ্ছেন। কফির পাত্রটি চায়ের পাত্রটিকে একটি গোলাপ দিচ্ছে। এসময় চায়ের পাত্রটি লজ্জায় লাল হয়ে ফুটে ওঠে বাতাসে ভালোবাসা ছড়াতে শুরু করে।
একই সঙ্গে এক বাক্স টিস্যুর সঙ্গে একটি গোল টিস্যু বাক্সের ভালোবাসার ডুডল প্রদর্শন করছে গুগল।
প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। দিনটিতে পৃথিবীর প্রতিটি প্রান্তে ভালোবাসার রঙে রাঙিয়ে নেন সব বয়সের মানুষ। দিনটিকে স্মরণীয় করে রাখতেই গুগল প্রত্যেক বছর বিশেষ ডুডলের প্রদর্শন করে।