গুলশানে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত

রাজধানীর গুলশান ২ নম্বর হলি আর্টিসান বেকারিতে হামলায় ঘটনায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বেশির ভাগই বিদেশি।

লেফটেন্যান্ট শাহাব উদ্দীন বলেন, ২০জন বিদেশি নাগরিককে হত্যা করেছে হামলাকারীরা। এদের মধ্যে বেশির ভাগই ইতালি ও জাপানের নাগরিক।

শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। আর শুক্রবার রাতেই সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

গতকাল রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিসান রেস্তোরাঁটিতে হামলা করে সন্ত্রাসীরা। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে সম্মিলিত বাহিনী।

আজ দুপুর দেড়টার দিকে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে জানান মিলিটারি অপারেশন।

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ফায়ারসার্ভিস সম্মিলিতভাবে তৎপরতা চালায়।
Read More News

সকাল ৭টা ৪০ মিনিটে অভিযান শুরু হয়। এরপর ১২ থেকে ১৩ মিনিটে সব সন্ত্রাসীকে নির্মূল করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে অভিযানের সমাপ্তি হয়।

অভিযানে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিন বিদেশি রয়েছেন। তাঁদের একজন জাপানি, দুজন শ্রীলঙ্কান। অভিযানে সাত সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয়। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর ২০জন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *