চলচ্চিত্র জগতে ২০ বছর ‘শাকিব খান’

চলচ্চিত্র জগতে ২০ বছরে ধরে কাজ করে চলেছেন শাকিব খান। শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমীর ছোট বোন ইরিন জামান।

১৯ বছর পেরিয়ে আজ ২০ বছরে পা রাখলেন শাকিব খান। তিনি বর্তমানে বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবিতেও সমানভাবে কাজ করছেন। ‘শিকারি’ ছবি দিয়ে প্রথম কলকাতার বাজারে পা রাখেন তিনি। শুরুতেই বাজিমাত। এরপর নবাব, ভাইজাইন এলোরে সহ আরো বেশ কিছু কলকাতার ছবিতে কাজ করছেন তিনি।

পরিচালক সোহানুর রহমান সোহান বললেন এই তারকার শুরুর দিককার কথা, ‘আমি ‘অনন্ত ভালোবাসা’ ছবিটি যখন নির্মাণ করার প্রস্তুতি নিই, তখনই চিন্তা করি নতুন এক জোড়া ছেলেমেয়ে নিয়ে কাজটি করবো। সেই হিসেবে অনেকেই অনেক ছেলের ছবি দেখাচ্ছিলেন। আমি সাউন্ড কমপ্লেক্সে কাজ করে বের হচ্ছিলাম, এমন সময় ডান্স ডিরেক্টর আজিজ রেজা আমাকে জড়িয়ে ধরেন। তিনিই তখন শাকিব খানের ছবি দেখান এবং তাকে ছবিতে নিতে অনুরোধ করেন। ছবি দেখার পর পরই আমার মনে হলো এই ছেলেটি ভালো করবে। তারপর কাজ শুরু, প্রথম ছবিতেই সে অনেক ভালো করেছে। আজও ভালো করছে।’
Read More News

সোহান বলেন, ‘আসলে একজন শিল্পীর কাছে প্রত্যশা সে যেন অভিনয় ভালোভাবে করেন। আর শাকিব খান নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তাঁর প্রতি দেশের কিছু প্রত্যাশা থাকতেই পারে। আমি বলবো, সে যেন দেশের ছবি, দেশের পরিচালকদের যে সময়টা দেবে সেটা যেন সঠিকভাবে দেয়। তাঁর জন্য যেন কোন পরিচালক বা প্রযোজককে সাফার করতে না হয়। আর অবশ্যই তাঁকে দেশের পাশাপাশি ভিনদেশের ছবিতে কাজ করতে হবে, এতে শুধু তাঁর নয়, দেশের নামও উজ্জ্বল হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *