বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা শহীদুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি।
প্রয়াত পরিচালকের ভাতিজা বলেন, তাঁর চাচা সকাল পৌনে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। সকাল ৭টা থেকে তাঁর সমস্যা হচ্ছিল। চিকিৎসকরা চেষ্টা করলেও চাচা অক্সিজেন নিতে পারছিলেন না। রনি জানান, তিনি চাচার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
Read More News
গত বছরের ৩১ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ নির্মাতাকে। দীর্ঘদিন ধরে তিনি মোটর নিউরন ডিজিজে (এএলএস) আক্রান্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘ম্যাডাম ফুলি’ সিনেমাটির এ নির্মাতা অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হন। টানা ১০ বছর তিনি সোহেল রানার সহকারী হিসেবে কাজ করেন। ‘রক্তের বন্দী’ চলচ্চিত্রের মাধ্যমে খোকন তাঁর পরিচালনার অধ্যায় শুরু করেন। কিন্তু ছবিটি সাফল্য অর্জন করতে পারেনি। তাঁর পরিচালিত দ্বিতীয় ছবিটিও ব্যর্থ হয়।
এর পর সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে খোকন নির্মাণ করেন ‘লড়াকু’। এ ছবিটির মাধ্যমে পরিচিতি পান খোকন। মার্শাল আর্ট এবং অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মাণ করে খোকন বাংলা চলচ্চিত্রে অনেক নতুন মুখ উপহার দেন। এঁদের মধ্যে ড্যানি সিডাক, সিরাজ পান্না, ইলিয়াস কোবরা, চিত্রনায়িকা শিমলা রয়েছেন। সমাজের নানা অসংগতি রুপালি পর্দায় চিত্রায়ণের পাশাপাশি মুক্তিযুদ্ধ, স্বাধীনতাবিরোধী শক্তির অপচেষ্টাকে খোকন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন।