রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন দুর্ভোগে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহবানে আজ মঙ্গলবার সারা দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রে এ ধর্মঘট চলছে।
রাজধানীর বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে অনেকে দূর থেকে জরুরি সেবা নিতে এলেও চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
চিকিৎসকদের কর্মবিরতির ফলে পুনরায় দেখানোর তারিখও পাচ্ছেন না রোগীরা। এতে প্রকৃত চিকিৎসাসেবা নিয়ে বেকায়দায় পড়েছেন রোগী ও তাঁদের স্বজনরা।
Read More News
গত ১৮ মে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে হামলা, ভাঙচুর ও চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএমএ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। এর আগে বিভিন্ন দাবিতে গত ২১ মে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।