চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, চোর ও ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে তাদের আর ক্ষমতায় দেখতে চাই না। ৫ আগস্টের পর যারা দখলদারিত্ব, খুন, চাঁদাবাজি, জুলুম ও অবিচার করেছে জনগণ তাদেরকেও আর ক্ষমতায় দেখতে চায় না। গতকাল বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
Read More News

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা সভাপতি মাও. মোকাল্লেম হোসেন ওসমানীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদ, বগুড়া জেলা সভাপতি মাও. আ ন ম মামুনুর রশীদ, মাও. আবদুল মতিন, মুফতি মুহিব্বুল্লাহ ও প্রভাষক মুহা. শফিকুল ইসলাম।

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে নীতি ও আদর্শবান ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে। এ ছাড়া বারবার আন্দোলন সংগ্রাম করলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। এজন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *