চ্যারিটি কনসার্টে সেনাবাহিনীর সহায়তা

জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘স্পিরিট অব জুলাই’ প্ল্যাটফরমের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। ওই কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। এ উদ্যোগকে সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ভেন্যু চার্জ নেবে না।
Read More News

আইএসপিআর জানায়, বর্ণিত কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনসমূহ বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে যেতে পারবে। এ ছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে। উল্লেখ্য, এই বিশেষ সুবিধাটি আগামীকাল বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *