আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণে কাজ করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছি। জনগণের সেবা করা প্রজাতন্ত্রে নিযুক্ত কর্মচারীদের পবিত্র দায়িত্ব।
সরকারি কর্মচারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের পবিত্র সংবিধানের ২১-এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে, সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। কাজেই আমাদের সব সময় এটাই মনে রাখতে হবে। আমাদের একটাই লক্ষ্য, জনগণের সেবা করা, জনগণের কল্যাণ করা, জনগণের মঙ্গল করা, জনগণের উন্নতি করা। কারণ, বেতন-ভাতা যা কিছু আসে, তা আমাদের সেই গরিব কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তাঁদের ঘাম, তাঁদের রক্ত, তাঁদের শ্রম থেকে।
Read More News
এ সময় জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
শুধু দেশের ভেতরেই নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশেও প্রশিক্ষণে পাঠানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমস্যা আসবেই। আমি মনে করি, বাংলাদেশই বোধ হয় পৃথিবীর একমাত্র দেশ, যেখানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে জঙ্গি দমন করে অনেক বন্দির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।