জমিয়ে ক্রিসমাস উদযাপন করলেন প্রিয়াঙ্কা

জমিয়ে ক্রিসমাস উদযাপনও করলেন প্রিয়াঙ্কা। এই উদযাপনে তাঁর সঙ্গী অবশ্যই নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাসের সেলিব্রেশনের বেশকিছু ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দুজনেই।

নিকের সঙ্গে বাড়িতে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে দুটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন, এটা আপনার আমার সকলের খুশির ক্রিসমাস।
Read More News

প্রিয়াঙ্কা পোস্ট করা ক্রিসমাসের সেলিব্রেশনের ভিডিওতে বরফের মধ্যে প্রিয়াঙ্কা ও নিককে batmobile bike চালাতে দেখা যাচ্ছে। দুজনেই যে ক্রিসমাসের ছুটি বেশ উপভোগ করছেন তা তাঁদের দেখলেই বোঝা যাচ্ছে। ক্রিসমাসে এধরনের সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য হাবি নিককে ধন্যবাদ জানাতেও ভোলেননি প্রিয়াঙ্কা।

এখানেই শেষ নয় প্রিয়াঙ্কা পোস্ট থেকে জানা যাচ্ছে, এবছর ২০১৯-এর ক্রিসমাসের সেলিব্রেশনে নিকের পরিবারের পাশাপাশি হাজির ছিলেন প্রিয়াঙ্কা মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়াও। জিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *