সুন্দরবনের জলদস্যু সূর্য বাহিনী ও ছোট শামসু বাহিনী বলছে, জীবনের নিরাপত্তা, পুনর্বাসনের সুযোগ আর প্রয়োজনীয় সহায়তা পেলে দস্যুতা ছেড়ে ফিরতে চায় স্বাভাবিক জীবনে। আর এক্ষেত্রে সরকার ও প্রশাসনের সহায়তা কামনা করছে তারা।
বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবন। এই বন যেমন নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বুক দিয়ে রক্ষা করে দক্ষিণ বাংলার মানুষকে, তেমনি ব্যবস্থা হাজারো মানুষের জীবিকার। আবার এই সুন্দরবনের গহীনে লুকিয়ে থাকে ভয়াল বিভীষিকা। যাদের হাত থেকে রেহাই পায় না জেলে, বাওয়ালি, মৌয়াল থেকে শুরু করে পর্যটকরা।
Read More News
অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি দস্যুতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়া এসব দস্যুদলের দুটি সূর্য বাহিনী ও ছোট শামসু বাহিনী। সুন্দরবনের অন্ধকারে ফেরারি জীবন কাটিয়ে তারা এখন ফিরতে চায় স্বাভাবিক জীবনে।
সূর্য বাহিনীর মোট সদস্য সংখ্যা দশ জন। আর ছোট শামসু বাহিনীর সদস্য নয়জন। দেশি বিদেশি বেশকিছু অস্ত্র গোলাবারুদ রয়েছে তাদের সংগ্রহে। প্রয়োজনীয় আশ্বাস পেলে সবসহই আত্মসমর্পণ করতে ইচ্ছুক তারা।
পরিবার পরিজন থেকে দূরে, বহুদূরে দীর্ঘ বছর নিষিদ্ধ জীবন কাটিয়ে তারা এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছেন। তাদের উপলব্ধি, দস্যুতার এই জীবনে প্রতিক্ষণ তাড়া করে মৃত্যু। তবে আত্মসমর্পণের আগে তাদের একটাই দাবি, যেনো তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন করা হয়।