ভারতের ইসলামবিষয়ক বক্তা জাকির নায়েকের অন্যতম সহযোগী আরশিদ কুরেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় যুবকদের ধর্মান্তরিত করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে নিয়োগ করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। জাকির নায়েক প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক সংস্থার সঙ্গে যুক্ত আরশিদ কুরেশি।
মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং কেরালা পুলিশ গত বুধবার রাতে মুম্বাই শহরের সি-উড এলাকায় যৌথ অভিযান চালিয়ে আরশিদ কুরেশিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ধর্মান্তরিত করে আইএসে যোগ দিতে বাধ্য করার অভিযোগ এনেছেন কেরালা রাজ্যের বাসিন্দা এবিন জ্যাকব।
Read More News
এবিন জ্যাকবের বোন মরিয়ম ও তাঁর স্বামী বেস্টিন ভিনসেন্ট খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। বোনের খ্রিস্ট ধর্ম ছেড়ে দেওয়ার হতাশা ও ক্ষোভ থেকে তিনি এই অভিযোগ এনেছেন কিনা এ নিয়ে সন্দেহ আছে। গ্রেপ্তারের পর কুরাইশিকে বেলাপুর আদালতে হাজির করা হয়। তাকে ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।