জাতীয় পার্টি বিরোধী দল হতে পারেনি

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আক্ষেপ করেন রওশন এরশাদ বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে উঠতে পারেনি।
Read More News
রওশন এরশাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, আমাদের মন্ত্রীগুলো প্রত্যাহার করে নেন। আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন। সেটা আর হয়নি। সেজন্য আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল তো হওয়া যায় না। বিরোধী দল থাকব, না হয় সরকারে। নইলে আমাদের ৪০ জনকে সরকারে নিয়ে নেন, আর বিরোধী দল দরকার নেই।

রওশন আরো বলেন, আমরা যখন বাইরে যাই, তখন মানুষ জিজ্ঞাসা করে তুমি কোথায় আছ? সরকারে না বিরোধী দলে? কোন প্রান্তে, কোন দলে? আমরা তো বলতে পারি না। কাজেই এটা যদি আপনি করতেন। তাহলে কিন্তু জাতীয় পার্টিটা বেঁচে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *