জাপানের ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) সকাল ৬টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া বিভাগ আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে।
Read More News
দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।