জোড়া খুনে মামলা আসামি ৩৭

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক বাদী হয়ে বুধবার রাতে নাচোল থানায় মামলাটি করেন। এতে ১০ জন নামীয় ও ২৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Read More News
তিনি বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটে স্থানীয় জিয়া পরিষদের উদ্যোগে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন মাসুদ রানা (২০) ও রায়হান (১৫)।

এ ঘটনায় একই এলাকার আরমান (২১), রজব আলী (২১), ইমন (১৫) ও সুমন আলী (১৯) আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *