আজ সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেশের সব সরকারি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের পাঠ্যক্রম, পরীক্ষা ও পরিচালনা পদ্ধতির নথিপত্র তলব করেছেন। আগামী ২ সপ্তাহের মধ্যে সরকারকে তা দাখিল করতে বলা হয়েছে।
আজ এ বিষয়ে আপিলের অনুমতি চেয়ে আবেদন শুনানি মুলতবি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
Read More News
২০০৮ সালের ১৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারের একাংশে বলা হয়, সরকারি টিচার্স কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক।
এই সাকুর্লারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালের ২৩ জুলাই বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নাজিরুল ইসলাম হাইকোর্টে রিট করেন।
আদালতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।