মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এরপর কোচ পদত্যাগের ঘটনা নিয়ে অনেক ঘটনা হওয়ায় অধিনায়ক নিয়ে আলোচনা থেমে যায়। তবে বিষয়টা ভোলেনি বিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরে দলের পারফর্ম ভালো না হওয়ায় মুশফিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন থেকে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এর আগে টি-টোয়েন্টি দলের নেতা ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় মুশফিকের বদলে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ২০১৪ সালে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দলনেতা দল উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকেুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব দেন মাশরাফি বিন মুর্তজা।
Read More News
এই বছরে এ্প্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে টি-টোয়েন্টি থেকে অবসর নেন ম্যাশ। এরপর সীতিম ওভারে ফরম্যাটে অধিনায়ক হন সাকিব। এবার টেস্টেও তার কাঁধেই দলের দায়িত্ব দিল ক্রিকেট বোর্ড।