স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, গাজীপুরের টঙ্গী শিল্প নগরী বিসিকে অবস্থিত ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণে মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। শনিবার বিকেলে টঙ্গীর দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
Read More News
কামাল বলেন, ওই কারখানায় বয়লার বিস্ফোরণে অনেকগুলো মানুষ মারা যাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে, কোন কোন ধারায় মালিকের বিরুদ্ধে মামলা হবে। যারা এর উদ্যোক্তা এ ধরণের রাসায়নিক কেমিক্যাল রাখেন, তাদের বিশেষ ব্যবস্থা রাখতে বলা হয়েছিল। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।