ব্রিটেনের খেলাধুলায় নতুনভাবে যে ডোপিংয়ের অভিযোগ উঠেছে সেটি তদন্তের নির্দেশ দিয়েছে ব্রিটেনের সরকার।
সানডে টাইমস পত্রিকাটি গোপনে মার্ক ডোনার নামে একজন ডাক্তারের কার্যক্রম ভিডিও করেছে এবং পত্রিকাটি অভিযোগ করছে যে ওই ডাক্তার সব তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো করার জন্য শক্তিবর্ধনকারী বিভিন্ন ধরনের মাদক সেবনের পরামর্শ দিতেন।
মার্ক ডোনার লন্ডনের একজন বেসরকারি ডাক্তার।
Read More News
পত্রিকাটির অনুসন্ধানে উঠে এসেছে গত ছয় বছরে প্রিমিয়ার লীগের ফুটবলারসহ টেনিস তারকা এবং সাইক্লিস্টদের মধ্যে ১৫০ জন তারকা খেলোয়াড়দের শক্তি বর্ধনকারী মাদকের পরামর্শ দিয়েছেন ডাক্তার মার্ক ডোনার।
অবশ্য ডা: ডোনার তাঁর প্রতি আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কোনও অপরাধ করেননি, চিকিৎসার জন্যই পেশাদার খেলোয়াড়দের ওষুধের পরামর্শ দিয়েছেন তিনি।