বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। তিনি কখনও প্রেমের কারণে আলোচনায় এসেছেন আবার কখনও দামি বিদেশি ব্র্যান্ডের অন্তর্বাসের সাহসী ফটোশুটের জন্যে আলোচনায় এসেছেন। এবার তিনি আলোচনায় এলেন তার স্লিম থাকার রহস্য নিয়ে।
অনেকেই হয়তো ভাবেন, প্রতিদিন কড়া ডায়েটে থাকেন দিশা। তবে এই ধারণাকে ভুল প্রমাণিত করলেন দিশা। তিনি জানালেন কোনও ডায়েট না করেই তিনি স্লিম। দিশার নতুন ছবি ‘রাধে’র শুটিং সেটেই এ কথা জানান তিনি।
Read More News
সম্প্রতি দিশা তার ইনস্টাগ্রামের স্টোরিজে পোস্ট করেছেন পিত্জা এবং পেস্ট্রিতে কামড় বসানোর ছবি। আর এ ছবি নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। তার অনুসারীরা এ নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন, ডায়েট না করেও স্লিম দিশা! তবে অভিনেত্রী তার স্লিম হওয়ার রহস্য ফাঁস করেননি।
প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে দিশাকে। ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ‘রাধে’ ছবির।