দু’বছর আগে রিয়াল মাদ্রিদ ছাড়েন আর্জেন্টাইন সুপারস্টার অ্যাঙ্গেল ডি মারিয়া। দুই বছর পার হয়ে গেলেও এখনও সেই সিদ্ধান্তকে ভুল মনে করেন রিয়ালের সাবেক খেলোয়ার কিংবদন্তি রাউল গঞ্জালেস। তিনি বলেন, ডি মারিয়াকে বিক্রি করাটা ছিল বড় ভুল।
ডি মারিয়ার মতো খেলোয়াড় হাতছাড়া করায় আক্ষেপই ঝরে রাউলের কণ্ঠে, ‘প্রতিটি দলেরই প্রয়োজন ভারসাম্য ও স্থিতিশীলতা। কিছু সময় ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়ই তার যোগান দিতে পারে। লিসবনে (২০১৪) রিয়ালের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল জয়ের কথাই ধরুন। ডি মারিয়াই সেদিন এমন নৈপুণ্য প্রদর্শন করেছিল।’
এদিকে, জুভেন্টাসের ফ্রেঞ্চ তারকা পল পগবার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। এ বিষয়ে রাউলের অভিমত, ‘মাঠে পগবার শারীরিক উপস্থিতি অসাধারণ। সে এমন একজন খেলোয়াড় যাকে পেলে যেকোনো টিমের মতোই মাদ্রিদও খুশি হবে। তবে এখানে কিছু বিষয় জড়িত যেমন ট্রান্সফার ফি এবং সাধারণ শর্তাবলি প্রশ্ন তুলতে পারে।’
Read More News
রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ইংল্যান্ডে খুব বেশিদিন থিতু হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ওল্ড ট্রাফোর্ডে এক মৌসুম কাটিয়ে গত বছর উড়াল দেন প্যারিসে। খেলছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির হয়ে।