একের পর এক অভিনেতার প্রয়াণ ভারক্রান্ত করেছে সিনেপ্রেমীদের মন৷ আর এই তালিকাতেই রয়েছেন সকলের অত্যন্ত প্রিয় ও হৃদয়ের ভীষণ কাছের অভিনেতা ইরফান খান৷
দু’বছর নিউরো এন্ডোক্রিন টিউমারের সঙ্গে প্রকৃত যোদ্ধার মতো লড়াই করেও শেষ রক্ষা হয়নি। ক্যানসারই কাল হল। অবশেষে গত এপ্রিলে তিনি জীবন যুদ্ধে হেরে যান৷ ইরফানের ফ্যানেরা আজও তাঁর মৃত্যু শোক কাটাতে পারেননি৷
ইরফানের স্ত্রী সুতপা সিকদার বছরের শেষ দিন ইরফানকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করলেন৷ ইরফানের সঙ্গে কয়েকটি ছবি আর ভিডিও পোস্ট করলেন সুতপা৷ তিনি লিখেই দিলেন যে, ইরফানকে ছাড় নতুন বছরকে কীভাবে তিনি স্বাগত জানাবেন, তার কোনও কোনও ধারণাই নেই৷
Read More News
সুতপা লিখছেন, “২০২০ সালটাকে সবচেয়ে খারাপ কী করে বলি! ইরফান তুমি তো ছিলে৷ গত বছর এই দিনে আমার পাশে দাঁড়িয়ে বাগান পরিচর্যা করছিলে, পাখিদের বাসা বানাচ্ছিলে৷ কী করে ২০২০-কে গুডবাই বলি! ইরফান আমার কোনও ধারণাই নেই তোমাকে ছাড়া কী করে ২০২১-কে স্বাগত জানাব আমি!”
২০২১ সালে মুক্তি পাবে ইরফান খানের শেষ ছবি ‘দ্য সং অফ স্কর্পিয়নস’ (The Song Of Scorpions)। কিছুদিন আগেই সামনে এসেছে ছবির মোশন পোস্টার৷ ইরফান ছাড়াও গোলশিফতে ফারহানি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ওয়াহিদা রহমান, তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন, শেফালি ভূষণকে। ইরফানকে শেষবার বড় পর্দায় দেখে হয়তো ফের একবার ফ্যানেরা নিজেদের আবেগ ধরে রাখতে পারবেন না৷