ত্রাণ বিতরণ করতে রোহিঙ্গা ক্যাম্পে আঁখি আলমগীর

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গেছেন। সোমবার উখিয়ার ত্রাণ সমন্বয় কেন্দ্রে নিজের অবস্থানের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে আঁখি আলমগীর বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম রিলিফ বিতরণের জন্যে।’ তিনি আরও জানান, গত ১৩ মে ইংল্যান্ডের ম্যানচেস্টারে এক কনসার্টের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। সেখানে এক লাখ ১১ হাজার পাউন্ড অর্থ সংগৃহীত হয়। কনসার্ট আয়োজন করে ইকবাল ব্রস ফাউন্ডেশন।
Read More News

আঁখি আলমগীর বলেন, ‘সেই কনসার্টে আমি পারফর্ম করেছি। আমাদের সংগৃহীত অর্থ নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে এসেছি। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হবে। সবার কাছে দোয়া চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *