দিনাজপুরের কৃষকেরা আমন ধান চাষে মাঠে নেমেছেন। চাষাবাদ আর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন তারা। শ্রাবণের মাঝামাঝি পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন চাষে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু আশঙ্কা রয়েছে ন্যায্য মূল পাওয়া নিয়ে। গত বছর আমনে লোকসান গুনতে হয়েছে কৃষকদের।
Read More News
আমন চাষের ভরা মৌসুম এখন। দেরিতে হলেও শ্রাবণের মাঝামাঝিতে এসে প্রত্যাশিত বৃষ্টি পেয়ে কৃষক জমিতে চাষ আর চারা রোপণে ব্যস্ত। এ পর্যন্ত ৪০ শতাংশ জমিতে রোপা আমন চাষ হয়েছে। শ্রাবণ মাস জুড়ে চলবে রোপণ কাজ।
সময়মত বৃষ্টির দেখা না পাওয়ায় হালচাষ, রোপা, কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় উৎপাদন ব্যয় বেশি। এতে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। গত বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৫৬ হাজার ৬২০ হেক্টর জমিতে এবার লক্ষ্যমাত্রা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬০৭ হেক্টরে।