দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে পেশাগত কাজে সমস্যায় পড়েছেন এ সেক্টরে কাজ করা গণমাধ্যম কর্মীরা।

গত সপ্তাহ থেকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলেও সোমবার (৪ এপ্রিল) থেকে তা নিষেধাজ্ঞায় পরিণত হয়।
Read More News

এদিন দুপুরে একাধিক গণমাধ্যমকর্মী ৫ তলায় প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিতরা বলেন, আমাদের ওপর নির্দেশ আছে কোনো সাংবাদিক যেনো উপরে না উঠতে পারে।

এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বক্তব্য নেওয়ার জন্য যেতে চাইলে ৫ তলায় দায়িত্বরত অফিস সহায়ক নজরুল ইসলাম  বলেন সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আছে। উপরে কীভাবে উঠলেন? চেয়ারম্যান স্যারের ডাইরেক্ট অর্ডার সাংবাদিকরা যেনো উপরে প্রবেশ না করতে পারে।

তিনি আরও বলেন আপনারা শুধু তিনতলায় পিআরও’র (জনসংযোগ কর্মকর্তা) রুমে যেতে পারবেন। আমাদের প্রতি এমন নির্দেশনা রয়েছে।

দুদকে কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে ২০১২ সালে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কমিশন দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *