টলিউড সুপারস্টার দেব এবং রুক্মিনী’র প্রেমের খবর সকলের কাছে ছিল ‘ওপেন-সিক্রেট’ ব্যাপার। এরই মধ্যে তারা গোপনে বাগদান সেরে ফেলেছেন।
পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবির জন্য দেবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করছিলেন। ওখানে হুট করেন হাজির হন রুক্মিনী। রুক্মিনী আরও জানিয়ে দেন, তিনি দেবের বাগদত্তা।
সুতরাং তিনি যে দেবের সব কিছুর সমান অংশীদার তা বলার আর অপেক্ষা রাখে না। তখনই রুক্মিনীর সঙ্গে দেব তার বন্ধুত্বের ট্যাগ খুলে ফেলেন। স্পষ্ট জানিয়ে দেন, রুক্মিনী তার বাগদত্তা।
Read More News
বাকি আছে শুধু সানাই বাজিয়ে রুক্মিনীকে নিয়ে সাতপাকে ঘুরে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়া। আরো মজার ব্যাপার হচ্ছে, নায়িকার বাম হাতের অনামিকায় (আঙুল) -এ ‘এনগেজমেন্ট আংটি’ নিয়ে যে জল্পনা ছিল, সেই জট এবার খুলে গেল। বেশ আগেই তারা গোপনে বাগদান সেরেছেন বিষয়টি পরিষ্কার হয়ে গেল।