নতুন লুকে ছবি শেয়ার অক্ষয়ের

অক্ষয় কুমারের রামসেতু নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে৷ এই ছবির প্রথম লুক প্রকাশ পাওয়ার পর থেকেই শোরগোল শুরু ৷ প্রথম লুকে দেখা গিয়েছিল, পা মুড়ে বসে আছেন অক্ষয়, চোখে চশমা, গলায় জড়ানো গেরুয়া কাপড়৷ ফৎ ফৎ করে হাওয়া উড়ছে৷ শুধুই সোশালে ছবি শেয়ার৷ আর সেই ছবি শেয়ার করেই জানিয়ে দিলেন, তিনি একেবারে প্রস্তুত নতুন ছবি ‘রামসেতু’র শুটিংয়ে৷

ছবি শেয়ার করে অক্ষয় লিখলেন, ‘যে ছবির জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, তার যাত্রা শুরু হল৷ রামসেতুর শুটিং শুরু হল৷ কেমন লাগছে এই ছবিতে আমার লুক?’ শোনা যাচ্ছে রামসেতু ছবির পরিচালক অভিষেক শর্মা, ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী নুসরত বারুচাকে ৷ অবশ্য এই ছবিতে রয়েছে জ্যাকলিনও৷

জানা গিয়েছে, রামসেতুতে আরকিওলজিস্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে৷ তাই লুকের ক্ষেত্রেও বহু বদল আনছেন অক্ষয়৷ শুধু অক্ষয়ই নয়, এই ছবিতে নুসরত ও জ্যাকলিনকেও দেখা যাবে একেবারে অন্য অবতার৷

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে রামসেতুর পোস্টার৷ যেখানে ব্যাকগ্রাউন্ডে রাম এবং সামনে দাঁড়িয়ে অক্ষয়কে দেখা গিয়েছে৷ লুক থেকে ইঙ্গিত পাওয়া যাবে এই ছবি বক্স অফিসে ঝড় তুলতে পারে৷
Read More News

এরই মাঝে রামসেতু নিয়ে বড় ঘোষণা করল অ্যামাজন প্রাইম ভিডিও৷ অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, রামসেতু ছবির সঙ্গে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হতে চলেছে অ্যামাজন৷

অ্যামাজনের তরফ থেকে জানানো হয়েছে, পুরো সিদ্ধান্তটাই আমরা নিয়েছি দর্শকের মনোভাব, চিন্তার কথা মাথায় রেখে৷ রামসেতু ছবির গল্প ভারতীয় ঐতিহ্য, ভারতীয় ইতিহাসকে সামনে নিয়ে আসে৷ তাই এরকম একটি ছবিই তুলে ধরতে চায় অ্যামাজন৷ অন্যদিকে, প্রযোজক বিক্রম মালহোত্রা ও তাঁর প্রযোজনা সংস্থা অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে দারুণ সফল হয়েছে৷ এসব ভেবেই রামসেতু-র সঙ্গে যুক্ত হওয়া৷

https://www.instagram.com/p/CNCArZXHVAF/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *