নারীর চুল তার চরিত্র সম্পর্কে অনেক বার্তাই দেয়। চুলকে নারীর মনের দর্পণও বলা হয়ে থাকে। কেবল স্বাভাবিক চুল নয়, নারীর কেশবিন্যাস-প্রবণতাও তাদের স্বভাবকে তুলে ধরে।
লম্বা চুল যাদের : এমন নারী সর্বদাই রক্ষণশীল হবেন। এরা সাধারণত স্বাধীনতাপ্রিয় হয়ে থাকেন।
ছোট চুল : যে নারীরা এমন চুল রাখার পক্ষপাতী, তারা শিল্পীমনের অধিকারী হয়ে থাকেন। চুলের যত্ন অত্যধিক হলে বুঝতে হবে, তিনি ধনীও বটে।
Read More News
যারা পাকাচুলকে লুকান না : তারা সাধারণত স্পষ্টবক্তা এবং স্বাধীনচেতা হয়ে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রে এমন নারীর ব্যক্তিত্বময়ী হওয়ার সম্ভাবনা বিপুল।
যারা চুলকে অনেক রংয়ে রাঙান : এমন নারী ফ্যাশন-সচেতন। কিন্তু সেই সঙ্গে এমন কেশ তাদের মনের অস্থিরতার কথাও বলে।
সোজা চুলের নারীরা : এরা সাধারণত সিরিয়াস টাইপের হন। টান কেরে চুল বাঁধলে তো কথাই নেই।
কোঁকড়ানো চুল যাদের : কর্মনিষ্ঠ, কথার দাম রয়েছে এসব নারীর। যুক্তিরহিত কিছু সাধারাণত করেন না তারা। অভিনয়েও এরা দক্ষ হন।
ঢেউ খেলানো চুল যাদের : এমন চুলের নারীর রসবোধ বেশ বেশি। অনেক সময়ে সেটা অন্যকে ঝামেলায় ফেলে।