বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে সুপ্রিম কোর্ট।
রোববার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানি পেছানোর এই আদেশ দেন।
এর আগে গত ২৯শে মার্চ মি. নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন করেন তার আইনজীবীরা।
গত ৩০শে মার্চ শুনানির জন্য রায় পুনর্বিবেচনার আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
মি. নিজামীর আইনজীবীরা জানিয়েছেন, তারা শুনানির আগে ছয় সপ্তাহ সময় চেয়েছিলেন। আদালত তাদের এক সপ্তাহ সময় মঞ্জুর করেছেন।
Read More News
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হত্যা, ধর্ষণ এবং গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯শে অক্টোবর মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে গত ৬ই জানুয়ারি মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ।