একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা করার কথা সবারই কম-বেশি জানা। এজন্য তিনি বগুড়া-৪ আসন থেকে জাপার মনোনয়নপত্র সংগ্রহ করে জমাও দিয়েছেন। তবে কোনো কারণে জাপা থেকে মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়বেন না তিনি। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন হিরো আলম।
Read More News
হিরো আলম বলেন, জাতীয় পার্টির মনোনয়নপত্র কে পাবে তা প্রায় ঠিক হয়ে গেছে। আমাকে দেয়া হবে কিনা তা এখনো জানতে পারিনি। আমার ধারণা পাবো। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকে যদি মনোনয়ন নাও পাই, সেক্ষেত্রে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবো।