নীল নদের পানি নিয়ে ব্যঙ্গ করায় মিশরের প্রধানসারির নায়িকা-সংগীতশিল্পী শিরিন আবদেল ওয়াহাবের ছয় মাস জেল দেয়া হয়েছে। শিরিন ‘দ্যা ভয়েস অব দ্য টিভি শো’র এরাবিক ভার্সনের বিচারকের দায়িত্বেও ছিলেন।
পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে ইঙ্গিত করে তিনি এক ভক্তকে নীল নদের পানি পানের বিষয়ে সতর্ক করে দেন। ওই ঘটনার পর ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে শিরিনের বিরুদ্ধে। জামিনের জন্য তাকে ৫ হাজার মিশরীয় পাউন্ড জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
Read More News
পাশাপাশি মামলা সমাপ্ত না হওয়া পর্যন্ত কারাগারের বাইরে থাকতে ১০ হাজার মিশরীয় পাউন্ড গুণতে হবে তাকে। এই মামলায় আপিলের সুযোগ রাখা হয়েছে।