পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন

আজ সোমবার খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার এই ধর্মঘট শুরু হয়।

আজ ধর্মঘটের দ্বিতীয় দিন জেলাগুলোতে চলাচলকারী ইজিবাইক, সিএনজি অটোরিকশা এই ধর্মঘটে যোগ দিয়েছে। গতকাল রাতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করে এই যানগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয় পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।
Read More News

ধর্মঘটের ফলে খুলনা থেকে সড়কপথে ঢাকাসহ অভ্যন্তরীণ ১৮টি পথে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই সব এলাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। নগরীর মধ্যে ইজিবাইক ও অটোরিকশা বন্ধ করে দেওয়ায় সকালে অফিসগামী যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়।

এর আগে গত শনিবার দুপুরে যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির এক সভা থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *