বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন ও ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সারা দেশে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার সকাল থেকে চলা এই পরিবহন ধর্মঘটের কারণে রাজধানীর সঙ্গে সারা দেশের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।
সকালে রাজধানীর গাবতলী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কোনো পরিবহনকেই রাজধানীর ভেতরে প্রবেশ এবং যাত্রী নিয়ে ছেড়ে যেতে দিচ্ছে না শ্রমিকরা। ঢাকার অভ্যন্তরীণ সব রুটও বন্ধ রয়েছে। রিকশা, ভ্যান এমনকি হেঁটেই গন্তব্যস্থলের উদ্দেশে যাচ্ছে মানুষ।
Read More News
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি বলেন, গতকাল হঠাৎ করে আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের গাবতরী শাখার সদস্যকে জজ কোর্ট ফাঁসির আদেশ দিয়েছেন। সেই আদেশ শোনার পর তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই আইন তুলে না নিলে কোনো পরিবহন শ্রমিক গাড়ি চালাবে না।
সায়েদাবাদ বাস টার্মিনাল শ্রমিক সমিতির সভাপতি বলেন, শ্রমিকরা খুব বিক্ষুব্ধ। উত্তরাঞ্চলে কয়েক দিন ধরে ধর্মঘট চলছে, ফেডারেশনের নেতারা ওই কর্মসূচির সঙ্গে এটা যুক্ত করে দিয়েছে।
গতকাল সোমবার রাতে খুলনা বিভাগের ১০ জেলার পরিবহন ধর্মঘট নিয়ে নৌপরিবহনমন্ত্রীর বাসায় শ্রমিক নেতাদের বৈঠক চলা অবস্থায় ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের খবর এলে সারা দেশে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন।