পাকিস্তানে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন শতাধিক জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় পাঞ্জাবসহ দেশজুড়ে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনে সফল হয়েছে।
সীমান্ত এলাকা থেকে জঙ্গি সমর্থন দেওয়া হচ্ছে বলে সামরিক বাহিনী জানতে পেরেছে। নিরাপত্তার কারণে গত রাত থেকে সীমান্ত বন্ধ রয়েছে। আফগানিস্তান থেকে পাকিস্তানে সীমান্ত পারাপার হতে দেওয়া যাবে না।
Read More News
সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেন, সেনাবাহিনী যে কোনো হুমকির বিরুদ্ধে মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে। জাতিকে নিরাপত্তা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। যে কোনো মূল্যে শত্রুদের উদ্দেশ্য সফল হতে দেব না।
গতকাল পাকিস্তানের সিন্ধু প্রদেশের জামশেরা জেলার লাল শাহবাজ কালান্দারের দরগায় আত্মঘাতী বোমা হামলায় ৮৮ জন নিহত হয়।