পাটুরিয়া-দৌলতদিয়ায় যানজট

যমুনা-পদ্মায় পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। যমুনার পানি আরিচা পয়েন্টে ৮ দশমিক ৮২ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। এ রুটে ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টির ফলে প্রায় সাতশ’ ট্রাক-বাসসহ সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া নৌ-রুটের বহরের ১৮টির মধ্যে মাধবীলতা, কাবেরী, বনলতা, হাসনাহেনা ফেরি বিকল রয়েছে। এছাড়া বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্রোতের কারণে নদী অতিক্রম করতে না পেরে ফিরে এসেছে।
Read More News

দৌলতদিয়া ঘাট এলাকা থেকে যানবাহনের পাঁচ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। অপরদিকে, পাটুরিয়া ঘাটের দুই কিলোমিটার রাস্তায় পারের অপেক্ষায় কয়েশ ট্রাক দাঁড়িয়ে আছে। এতে উভয় ঘাটে পারাপারের জন্য যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *