‘প্রধান বিচারপতি’ জাপান সফরে যাচ্ছেন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন। আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে এর আগে প্রধান বিচারপতি এস কে সিনহাকে চিঠি দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলনে যোগ দিচ্ছেন বিচারপতি এস কে সিনহা।
Read More News

এদিকে এ সম্মেলনে যোগদানের আগে প্রধান বিচারপতি কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে যাচ্ছেন। আগামী ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।

জাপান সফরে প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন। সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *